ইসরাইলকে রক্ষায় গাজায় ‘সবকিছু’ করার আহ্বান যুক্তরাষ্ট্রের

fec-image

চলামান ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধে ইসরাইলকে রক্ষায় গাজায় ‘সবকিছু’ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন ইসরাইল সফরকালে আবারো দেশটির আত্মরক্ষার অধিকারের উপর জোর দিয়েছেন এবং ইসরাইলের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘সবকিছু’ করার আহ্বান জানান।

শুক্রবার (৩ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগকে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আমরা এই প্রস্তাবের পক্ষে দৃঢ়ভাবে আছি যে- ৭ অক্টোবরের ঘটনা যাতে আর কখনো না ঘটতে না পারে তা নিশ্চিত করতে সম্ভবপর সবকিছু করার বাধ্যবাধকতা ইসরাইলের রয়েছে।

তিনি যোগ করেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা যখন আসে তখন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হামাস যাতে তাদের আক্রমণ করকে না পারে এজন্য সবকিছু করা হয়।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

সূত্র : আল-জাজিরা

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন