উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা

দতগড়জব

নিজস্ব প্রতিনিধি:

উৎসবমূখর পরিবেশে শেষ হয়েছে খাগড়াছড়ির বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের কাজ। এবার নবমী ও দশমী একই দিনে হওয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজা।

কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। পঞ্জিকা অনুযায়ী দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে এসেছেন, যাবেন দোলায় চড়ে। পেছনে ফেলে যাবেন ভক্তদের আনন্দ-উল্লাস আর বিজয়ের অশ্রু।

বিকেল খাগড়াছড়ির গুইমারা উপজেলার বিভিন্ন মন্দির থেকে প্রতিমাকে বের করে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়। পরে গুইমারা স্কুল মাঠে দেবী দুর্গার চরণে ভক্তদের শেষ মুহূর্তের প্রার্থনা ও মায়ের হাতে জরা, পান, শাপলা ডালা দিয়ে আরাধনা শেষে স্থানীয় পুকুরে বিসর্জন দেয়া হয় প্রতিমাকে।

এরআগে গুইমারা স্কুল মাঠে দূর্গাপুজা উৎযাপন কমিটির উদ্যোগে এক ওপেন কসসার্ট এর আয়োজন করা। এতে সনাতন ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের হাজাও মানুষ অংশ গ্রহন করেন। চট্টগ্রাম থেকে আগত শিল্পীদের গানে মাতিয়ে তোলে পুরো এলাকা।

এসময় আইন-শৃংখলা রক্ষায় প্রশাসন অতিরিক্ত নজরধারী চোখে পড়ে। এবছর খাগড়াছড়ির ৪৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন