উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে রাঙামাটিতে সাংবাদিকদের পিকনিক

16299606_1331878703500071_358815627839080515_o

নিজস্ব প্রতিবেদক : ‘ব্যস্ত জীবনের ফাঁকে নিজেদের জন্য একটি দিন’ এ শ্লোগানে হ্রদ ঘেরা কাপ্তাই জীবতলী পিকনিক স্পটে স্ব পরিবারে মিলিত হয়েছিলেন সংবাদকমীরা।

রাঙামাটি প্রেসক্লাব, রাঙামাটি রিপোর্টাস ইউনিটি ও সাংবাদিক ফোরাম এ মিলনমেলার আয়োজন করে । এতে যোগ দেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মানজারুল মান্নান, কাপ্তাই জোন কমান্ডার, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, উন্নয়ন বোর্ড কমকতা জান ই আলম।

প্রীতি ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, রেফেল ড্র ও খেলাধুলায় দিনভর আনন্দে মেতে ছিলেন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে কাপ্তাই হ্রদে নৌ বিহারের মাধ্যমে পিকনিকের যাত্রা শুরু হয়। পাহাড় হ্রদ সবুজের মিলনে এক নান্দনিক প্রাকৃতিক পরিবেশে কেটে যায় ব্যস্ত জীবনের সব ক্লান্তি ।
16403242_1331881993499742_7040207854415584871_o

পিকনিকে উপস্থিত হয়ে জেলা পরিষদের চেয়ারম্যান অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সাংবাদিকদের সহযোগিতা ও দিক নির্দেশনায় দেশের উন্নয়ন হচ্ছে, এগিয়ে যাচ্ছে । রাঙামাটিতে কমরত সাংবাদিকদের সহযোগিতায় জেলা পরিষদ পাশে থাকবে বলেও ঘোষণা দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা সব সময় ব্যস্ত থাকেন। তাদের কাজের ফাঁকে নিজেদের আনন্দঘন মুহূর্তে উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে । সাংবাদিকরা সমাজের ভুলত্রুটির গঠনমূলক সমালোচনা করবে এমন প্রত্যাশাও করেন তিনি ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন