এবার আত্মহত্যা আটকাবে ফেসবুক

facebook-file-4-655x360
তথ্য প্রযুক্তি ডেস্ক:
এবার আত্মহত্যা রুখবে ফেসবুক৷ জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি ব্যবহারকারীর আত্মহত্যার প্রবণতা কমাতে নয়া ‘টুলস’ আনা হচ্ছে বলে শনিবার ফেসবুকের তরফে জানানো হয়েছে৷

এব্যাপারে তারা কাজও শুরু করেছে বলে ফেসবুকের এক আধিকারিক জানিয়েছেন৷ আধিকারিক জানান, তাদের নয়া এই উদ্যোগটি প্রায় শেষের দিকে, আগামী মাসেই তারা পরীক্ষামূলক ভাবে অস্ট্রেলিয়াতে এই নয়া পরিষেবা চালু করতে পারে৷

পাশাপাশি ফেসবুকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিকল্পনা সফল হলে খুব তাড়াতাড়ি বিশ্বের অন্যান্য দেশের ফেসবুক ব্যবহারকারীদের জন্য এই পরিষেবা চালু করা হবে৷তবে কিভাবে কাজ করবে তা ফেসবুকের তরফে জানানো হয় নি৷

প্রসঙ্গত, ব্যবহারকারীর নিরিখে অনেকদিন আগেই বিশ্বে ১০০ কোটির গণ্ডি পার করেছে ফেসবুক৷ তাদের নয়া এই পরিষেবা ফেসবুকের জনপ্রিয়তাকে যে আরও কয়েকগুন বাড়াবে তাতে কোন সন্দেহ নেই৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন