ওয়াদুদ ভুইয়ার দিনব্যাপী সাংগঠনিক সভায় তাইন্দঙের ঘটনায় সরকারের অবহেলা ও রাজনীতিকীকরণের প্রতিবাদ

পার্বত্য নিউজ রিপোর্ট:

গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মানিকছড়ি উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল, মাটিরাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও দিঘীনালা উপজেলার ইউনিয়ন যুবদল সমূহের সাথে জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া দিনব্যাপী আলাদা আলাদা সভা করেন৷

 উক্ত আলোচনা সভায় ওয়াদুদ ভূইয়া নেতা কর্মীদের উদ্দ্যেশে বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীসহ সকল প্রকার আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের `vex Av`v‡qi মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয় যুক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পুনরায় ক্ষমতায় আনতে হবে৷

তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকার যে ষড়যন্ত্রের জাল বুনছে তা থেকে সর্তক থেকে নিজেদেরকে সরকারের সকল হীন কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

 ওয়াদুদ ভুইয়া বলেন, গত ৩ আগষ্ট ২০১৩ মাটিরাং‌গা উপজেলার তাইনদং এলাকায় পাহাড়ী বাঙ্গালীর সংগঠিত ঘটনায় সরকার এখনও ক্ষতিগস্তদের জন্য পূনর্বাসনমূলক কোন কাhর্ক্রম হাতে নেয় নাই এবং কোন প্রকার সাহায্য দেয় নাই৷ অপরদিকে নিরীহ নির্দোষ ও ঘটনার সাথে জড়িত নাই এমন শত শত সাধারণ জনগন ও বিএনপি নেতা কমীদের উপর হয়রানী নিযার্তন চালাচ্ছে ৷ ঘটনার সাথে জড়িত ছিলনা এমন বিএনপি নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে৷ সকলেই জানে তাইংদঙের ঘটনায় সরকারী দলের নেতাকর্মীদের সেদিন অতি উৎসাহী ভূমিকায় দেখা গেছে। সরকারী নির্যাতনের ভয়ে বিএনপি নেতাকর্মীরা সেদিন ঘটনার সাথে কোনোভাবেই নিজেদের জড়িত করেনি। বিএনপির কোন পর্যায়ের কোন নেতা কর্মী এ ঘটনার সাথে জড়িত ছিলনা, অথচ মিথ্যা মামলার দিয়ে নিরাপরাধ লোকজনকে গ্রেফতার করছে ৷ তাইনদং ইউনিয়ন  পুরুষ শুন্য ইউনিয়নে পরিনত হয়েছে৷ মামলায় নাম নাই অথচ  শুধু মাত্র বিএনপিকে সমর্থন করার জন্য লোকদেরকে মামলায় জড়িয়ে দেওয়ার ভয় ভীতি দেখিয়ে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা যৌথভাবে শত শত নিরাপরাধ লোকজন ও বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করছে এবং গনহারে বিএনপি নেতা কর্মীদের গ্রেdতারের চেষ্টা চালাচ্ছে৷

 সভায় ওয়াদুদ ভূইয়া এ জাতীয় কর্মকান্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত এ জাতীয় কর্মকান্ড বন্ধ করে তাইনদং এলাকার নাগরিকদের শান্তিতে বসবাস করার উপযোগী পরিবেশ সৃষ্টি করে হয়রানি বন্ধের জন্য তিনি সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান৷

 সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম.এন.আফসার, দাউদুল ইসলাম ভূইয়া, মো: কালু, জয়নাল আবেদিন পাটোয়ারী, জাহেদ হোসেন মিজান প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন