কক্সবাজারে বিজিবি ও বিজিপি বৈঠককে ইয়াবা পাচার ও জেলে অপহরণ নিয়ে প্রতিবাদ

Cox,BGB-BGP-pic-08-05-2014-(06)
স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
সীমান্তের ইয়াবা পাচার রোধে একযোগ কাজ করার একমত পোষণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ। দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষ হয় সাড়ে তিনটায় শেষ হয়।

বৈঠক শেষে বাংলাদেশের পক্ষে ২২ সদস্যের নেতৃত্বদানকারী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল খন্দকার ফরিদ হাসান জানিয়েছেন, বাংলাদেশের পক্ষে সীমান্তে ইয়াবা ও মদ জাতীয় অবৈধ মাদকদ্রব্য পাচার, ট্রানজিট যাত্রী কর্তৃক অবৈধ মালামাল বহন, দ্রুত প্রতিবাদলিপির প্রতিউত্তর, সরাসরি টেলিফোন বা মোবাইলে যোগাযোগ স্থাপন,  সু-সম্পর্ক বজায় রাখতে ঘন ঘন পতাকা বৈঠকের আয়োজন, সীমান্তবর্তী এলাকায় আই,ই,ডি স্থাপন, সীমান্তবর্তী এলাকায় অস্থায়ী ক্যাম্প ও গমনাগমন, সীমান্ত এলাকায় গুলি বর্ষণ ও উত্তেজনা রোধ, নাগরিক হত্যা, মিয়ানমার জেলে আটক বাংলাদেশীদের মুক্তি ও এশিয়ান হাইওয়ে সড়ক নির্মাণসহ বিভিন্ন দাবী জানানো হয়।

অপরদিকে, মিয়ানমারের পক্ষ থেকে দু’দেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধিকল্পে টেকনাফ ঘাট স্থানান্তর অথবা নতুন ঘাট স্থাপন, সীমান্তে অনুপ্রবেশ করে ডাকাতি, অপহরণ ঘটনা সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও হস্তান্তর, নাফ নদীতে বাংলাদেশের কংক্রিটের বাঁধ নির্মাণ বন্ধ করণ, অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক মিয়ানমারের ৩ বেসামরিক কর্মচারীকে অপহরণের সংবাদ প্রচারণা, কারাভোগ শেষে বাংলাদেশী নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে স্বদেশে প্রত্যাবর্তনের উপায় নির্ধারণ, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ ও মিয়ানমারের অভ্যান্তরে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি সাধন রোধ, সীমান্তে কাঁটাতারের বেঁড়া অতিক্রম করে মিয়ানমারের বাঁশ, কাঠ ইত্যাদি কর্তন সহ বিভিন্ন দাবী তুলে ধরা হয়।

তিনি জানান, বৈঠকে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধের পাশাপাশি বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে সৌহার্দ্যময় পরিবেশ তৈরীর মাধ্যমে ইয়াবাসহ মাদক ও চোরাচালান বন্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সীমান্ত সংক্রান্ত সমস্যাদিসহ দ্বি-পাক্ষিক বিষয় সৌহার্দপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করেন।  

এ বৈঠকে মিয়ানমারের পক্ষে ১৮ সদস্যের নেতৃত্ব দিয়েছেন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ মন্ডু ক্যাম্পের কমান্ডিং অফিসার থিন কু কু। বৈঠকে বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক এ কে এম সাইফুল আলম পিএসসি, চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজনের অফিসার তাওহিদুল ইসলাম পিএসসি, রামু ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার তৈয়মুর সালাদিন কায়কোবাদ, টেকনাফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আবুজার আল জাহিদ, নাইকংছড়ি ব্যাটালিয়ন কমান্ডার সফিকুর রহমান, কক্সবাজার ব্যাটালিয়ন কমান্ডার খন্দকার সাইফুল আলমসহ কক্সবাজার-বান্দরবান সেক্টরের অধীনস্থ মায়ানমার সীমান্তবর্তী ব্যাটালিয়নের উপঅধিনায়ক এবং বিভিন্ন পর্যায়ের অফিসারগণ আর মিয়ানমারের মংডুর গ্রেড-১ এর লে. কর্ণেল (পুলিশ) অং মিন হাথুই, লে. কর্ণেল মুয়ো নায়ো, লে. কর্ণেল থাই হানসহ নানা পদ মর্যাদার সহ অন্যান্যরা বৈঠকে অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন