কচ্ছপিয়ায় গ্রামীণ চাহিদা রিয়ে ‘নগর উন্নয়ন অধিদপ্তর’র কর্মশালা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদে নগর উন্নয়ন অধিদপ্তর (ইউডিডি) নামক সরকারের একটি পরামর্শক প্রতিষ্ঠানের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ অক্টোবর কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে মানুষের জীবনের মৌলিক চাহিদা সমূহের উপর গুরুত্ব দিয়ে এ মতবিনিময় সভায় ইউনিয়নে বিভিন্ন ক্ষেত্রে মানুষের দূর্ভোগের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।

এসময় উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ দুর্ভোগ বিষয়সমূহ সরকারের উর্দ্ধমহলে পৌছে দেওয়ার দাবী জানান।

কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানীর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা বলেন, সাম্প্রতিক বন্যায় কচ্ছপিয়া ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। ইউনিয়নের অনেক গ্রামে এখনো পৌছায়নি বিদ্যুতের আলো। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়নি।

ইউনিয়নের ১,২,৩,৫,৬ ও ৭নং ওয়ার্ডে নেই কোন বিনোদন কেন্দ্র, সাইক্লোন সেন্টার, আশ্রয়ন কেন্দ্র, খেলার মাঠ, সাংস্কৃতিক কেন্দ্র। এছাড়াও বন্যা প্লাবিত এসব ওয়ার্ড এলাকায় নদী ভাঙ্গনের তথ্য উঠে আসে। অপরদিকে ইউনিয়নের ২,৫,৬ ও ৮নং ওয়ার্ডে নেই কোন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। সাম্প্রতিক বন্যায় এখানে ফসল বিনষ্টসহ ভূমি ধ্বস, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা, আবাসন সমস্যা, পাহাড়ী ঢল, স্যানিটেশন, মাদক, যৌতুক প্রথা, বেকার সমস্যাসহ বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সামাজিক বিশেষজ্ঞ মো: আবদুর রাজ্জাক আজাদ, প্রতিষ্ঠানের শহর পরিকল্পনা পরিচালক মো: কাউসার উদ্দিন, ফ্যাসিলেটর মো: ওয়ালিদ রেজা, ইউপি সদস্য নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, নুরুজ্জামান, জসিম উদ্দিন, আব আইয়ুব আনছারী, নজির হোছেন প্রমুখ।

কার্যক্রমের বিষয়ে মো: কাউসার উদ্দিন জানান, প্রতিষ্ঠানটির মাধ্যমে উন্নত ভৌত পরিকল্পনা প্রণয়নে মানুষকে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিকল্পিত নগরায়নের উপরে নিয়মিত গবেষণাপত্র এবং পরিকল্পনা সংক্রান্ত তথ্য জনসাধারনের কাছে পৌঁছে দেয়ার লক্ষে কাজ শুর হয়েছে। কর্মকালীন সময়ে কচ্ছপিয়া ইউনিয়নের আঞ্চলিক পরিকল্পনা তৈরী পূর্বক তারা ইউনিয়নের উন্নয়নে সুনিদিষ্ট পরামর্শ প্রদান করার আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন