কাপ্তাইয়ে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

HAND WASH

কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলায় এক র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগতম বক্তব্য রাখেন জনস্বাস্থ্য কর্মকর্তা সুলতান আহমেদ । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খ্রীস্টান মিশন হাসপাতালের ডাক্তার রনজিত চাকমা, উপজেলা স্বাস্থ্য পশু পালন কর্মকর্তা ডাক্তার হোসেন রশীদ চেীধুরী।

এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, মার্কেটিং অফিসার মোস্তাক আহমেদ , সাংবাদিক কবির হোসেন ও নজরুল ইসলাম লাভলুসহ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা হাত ধোয়ার গুরুত্ব নিয়ে বলতে গিয়ে বলেন, খাওয়ার আগে ও পরে ভালভাবে হাত ধোয়া একান্ত জরুরী, এ বিষয়ে পরিবারের সকলের নজর রাখতে হবে। আর এ কাজ যদি সফলতার সাথে বাস্তবায়ন সম্ভব হয় তাহলেই সুস্থ থাকা যাবে বলে সভায় বক্তারা উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন