কাপ্তাইয়ে নুপুর নিক্কণ নৃত্যানুষ্ঠান

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নৃত্যানুষ্ঠান “নুপুর নিক্কন” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫মে) বিকাল ৪.০০ মি. কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সংগীতা দত্ত এনির পরিচালনায় এ নূপুর নিক্কন অনুষ্ঠিত হয়। এসময় সৃজনশীল, লোক, আধুনিক, ফিউশন, আধুনিক এবং ভরতনাট্যম পরিবেশন করা হয়।

শিল্পকলা একাডেমির সহ-সভাপতি খোরশেদুল আলম কাদেরী ও সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে নৃত্যানুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কমান্ডার রাকিবুল হাসান সরকার উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম , চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মোস্তফা কামাল, শিল্পী আবদুর রহিম, আবৃত্তিশিল্পী,সাংবাদিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফারুক তাহের, নাট্যনির্দেশক ও প্রশিক্ষক জোবায়দুর রশিদ, চারুশিল্পী প্রদ্যুৎ মজুমদার, সনজিত রায়, সংগীতশিল্পী শ্রেয়সী রায়, আবৃত্তিশিল্পী জলি চৌধুরী, তবলাশিল্পী সুদেব দাশ, সুরজিত সেন, চট্টগ্রাম শিল্পকলার অফিস ব্যবস্থাপক মোহাম্মদ নাসির।

স্বাগত বক্তব্য দেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নৃত্য উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক জয়সীম বড়ুয়া। এসময় নৃত্য উৎসব উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক লাকি তনচংগ্যা, সদস্য সচিব নূর বেগম মিতা, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা, সদস্য বাবলু বিশ্বাস অমিতসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, নুপুর নিক্কণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন