কাপ্তাই কেপিএমের কর্মকর্তা-কর্মচারীদের আকর্ষিক বদলির আদেশে শ্রমিকদের মধ্যে উত্তেজনা

Kaptai145217

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লি. (কেপি’এম) এর ৩শ’ ২ জন কর্মকর্তা-কর্মচারীকে আকর্ষিক গণবদলির আদেশ বিসিআইসির ওয়েবসাইটে প্রকাশ করায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে কেপিএম এর প্রধান ফটকের সামনে বদলি আদেশের প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন সিবিত্র সভাপতি তৌহিদ আল মাহাবুব চৌধুরী।

সমাবেশে শ্রমিকরা বলেন, একটি পক্ষ সরকারের ভাব, মযার্দা নষ্ট করার জন্য এ বদলির আদেশ জারি করেছে। সমাবেশে আরো বলেন, আগামী ১১ জানুয়ারি কেপিএম’র তিনটি সংগঠনের সাথে বিসিআইসির চেয়ারম্যানের মিল উন্নয়ন বিষয়ে এক আলোচনা রয়েছে। আলোচনার পূর্বেই হটাৎ এ গণবদলির আর্দেশ জারি করায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন, সিবিত্র সহ-যুগ্নসম্পাদক আবুল বশর, ওয়ার্কাস পার্টির সম্পাদক জসিম উদ্দিন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন পরিষদ সহসভাপতি মো. ইসমাইল, জেলা আ’লীগ সদস্য লুৎফর রহমান, জেলা শ্রম সম্পাদক মো. হানিফ, সিবিত্র সম্পাদক হাজী আবদুল ওহাব বাবুল, ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি মৌলবী মো. ইনুছ, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক, শ্রমিক নেতা মাকসুদুর রহমান মুক্তার, আবদুর রাজ্জাক ও ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমাসহ প্রমূখ

রাতে কেপিএম গেষ্ট হাউজে এ ব্যাপারে পার্বত্য জেলার সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকার, মিল কর্তৃপক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দ্রের সাথে জরুরী বৈঠক করার কথা রয়েছে বলে জানা যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন