কাপ্তাই বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি মায়ানমার নৌ-বাহিনী প্রধানের পরির্দশন

Mayanmar

কাপ্তাই সংবাদদাতা :

কাপ্তাই বানৌজা শহীদ মোয়াজ্জম নৌ-ঘাঁটিতে সরকারী এক সফরে বুধবার সকালে মায়ানমারের নৌবাহিনী প্রধান এডমিরাল ZEYA KYAW HTIN THURA  THET সহ পাঁচজন সফরসঙ্গী শহীদ মোয়াজ্জম নৌ ঘাাঁটির সকল ট্রেনিং স্কুল পরিদর্শন করেন এবং কাপ্তাই হ্রদ নৌ বিহারশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

মায়ানমার নৌ প্রধান সফরকালিন চট্রগ্রাম নৌ অঞ্চলের রিয়াল এডমিরাল কাজী সারোয়ার হোসেন, ট্যাজ, (সিডি) এনসিসি, পিএসসি, বিএন, বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক, পিএসসি, কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন কামাল নাসের (এনডি), পিএসসি,বিএনসহ বিভিন্ন দায়িত্বরত অফিসারগণ এ সময় উপস্থিত ছিলেন।

কাপ্তাই নৌ ঘাঁটির অধিনায়ক এক সভায় শহীদ মোয়াজ্জম নামসহ সকল ঘাঁটির সকল কার্যক্রম তুলে ধরেন। মায়ানমারের নৌ প্রধান সফর শেষে পরিদর্শন খাতায় কাপ্তাই বানৌজা শহীদ মোয়াজ্জম নৌ ঘাঁটির ভূয়সী প্রসংসা করে পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন। পরে ঘাঁটির পক্ষ হতে স্বারক ক্রেস্ট ও বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন