কাপ্তাই বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা

কাপ্তাই প্রতিনিধি:

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রোববার(১৬ডিসেম্বর) কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে পতাকা উত্তোলন,৩১বার তোপধনি ও কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, উপজেলা প্রশাসন বনাম গণ্যমান্য ব্যাক্তিদের মধ্যে প্রীতি ফুলটবল ম্যাচ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা, হাসপাতাল, এতিমখানা, শিশু পরিবার, ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নত মানের খাবার সরবরাহ, এবং জাতির শান্তি, অগ্রগতি কামনায় মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা করা হয়।

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল এর  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা ভাইসচেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার, অধ্যক্ষ এএইচ এম বেলাল চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগমসহ উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা, সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহিলাদারে হাড়ি ভাঙ্গা, বালিশ বদলসহ বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয় একং খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন