কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি: পাঁচফুট খুলে দেওয়া হয়েছে ১৬টি গেইট

Rangamati Lake pic001

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধি:

টানা প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হ্রদের দু’পাশের বহু বসতবাড়ী ইতিমধ্যে তলিয়ে গেছে।

এদিকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ বাঁধ রক্ষার্থে বৃহস্পতিবার বেলা ১১টা হতে স্পীলওয়ের ১৬টি গেইট ৫ ফুট করে খুলে দিয়েছে।

বিউবো সূত্রে জানাযায়, প্রবল বর্ষণের ফলে কাপ্তাই হ্রদের পানি অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে হ্রদে পানি থাকার কথা ৯৫ এমএসএল কিন্তু তা বৃদ্ধি পেয়ে বর্তমানে পানি রয়েছে ১০৩.৩০ এমএসএল। প্রতিটি গেইট হতে প্রতি সেকেন্ডে ৯০হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে বলে জানা যায়।

বিউবো সূত্রে আরো জানাযায়, হ্রদে পানি আরো বাড়তে থাকলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী স্পীলওয়ের গেইট আরো বৃদ্ধি করা হবে।

অন্যদিকে, টানা বৃষ্টির পানি কর্ণফুলী নদীতে পতিত হয়ে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে কাপ্তাই উপজেলার পার্শ্ববর্তী রাঙ্গুনীয়া উপজেলার নিম্নাঞ্চলে বসতবাড়ী ও ফসলী অনেক জমি তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন