কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী শুরু

Rangamati Fish free pic01
স্টাফ রিপোর্টার, রাঙামাটি :
দেশের সর্ববৃহৎ কৃত্রিম জলাধার রাঙামাটি কাপ্তাই হ্রদে চলতি মৌসুমে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী শুরু হয়েছে।

শনিবার সকালে শহরের কাপ্তাই হ্রদের বিএফডিসি ঘাটে পোনা অবমুক্তিকরণ কর্মসূচীর উদ্বোধন করেন সংসদ সদস্য ঊষাতন তালুকদার ও সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পিউস দি কস্তা , সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তাকিুল হাসান, বিএফডিসির কমান্ডার মাইনুল ইসলাম উপস্থিত ছিলেন।

পোনা অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলতি মাছ ধরা বন্ধ মৌসুমে কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে ২৩ মেট্টিকটন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। সরকারি অর্থায়নে বিএফডিসির নিজস্ব উদ্যোগে রাঙামাটির লংগদু উপজেলায় ২টি মাছের নার্সারী নির্মাণের কাজ শুরু হয়েছে। এই দুটি নার্সারী নির্মাণ হলে আগামীতে বিএফডিসির নিজস্ব উদ্যোগে কাপ্তাই হ্রদে প্রতিবছর ৩০০ মেট্টিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন