কাশ্মিরে সংঘর্ষে ভারতীয় দুই সেনা কর্মকর্তাসহ নিহত ৩

fec-image

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের রেজিসটেন্স ফোর্সের সাথে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর দুজন এবং স্থানীয় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের একজন কর্নেল, একজন মেজর ও পুলিশের একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট রয়েছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এনডিটিভি এ খবর জানিয়েছে।

জানা যায়, অনন্তনাগের গাদোলে এলাকায় মঙ্গলবার অভিযান শুরু হয়। তবে তা রাতে বন্ধ করা হয়। জানা গেছে, রাষ্ট্রীয় রাইফেলসের এক কমান্ডিং অফিসার ছিলেন অভিযানে। অভিযানে তিনি নিহত হন। এছাড়াও এক মেজর ও জম্মু ও কাশ্মিরের ডেপুটি সুপারিন্টেডেন্ট পর্যায়ের আরো দু’জন এই ঘটনায় নিহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, কমান্ডিং অফিসার মনপ্রীত সিং, মেজর আশিস ধনচক, জম্মু ও কাশ্মির পুলিশের ডেপুটি সুপারিন্টেডেন্ট হিমায়ুন মুজামিল ভাট নিহত হয়েছেন। জানা গেছে, রাষ্ট্রীয় রাইফেলসের ১৯তম ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার ছিলেন মনপ্রীত। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া ওই অভিযান বুধবার সকাল থেকে ফের শুরু হয়। সেনাবাহিনীর অফিসাররা গোপন সূত্রে খবর পান যে স্থানীয় এক এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বন্দুকধারীরা। এদিকে, ওই সেনাবাহিনীর কর্নেল পদাধাকারী তার টিমকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। তখনই বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মুহূর্তে তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন। তাকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তিনি মৃত বলে ঘোষিত হন। একইভাবে বন্দুকধারীদের বুলেটে আহত হন সেনাবাহিনীর মেজর পদের অফিসার এবং জম্মু ও কাশ্মির পুলিশের ডেপুটি সুপারিন্টেডেন্ট।

ভূস্বর্গে এই গুলিবিনিময় ছিল রেজিসটেন্স ফোর্স নামের একটি সংগঠনকে ঘিরে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাশ্মির, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন