কক্সবাজারে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন

কুরআনের সুরে উদ্বেলিত সাগরতীর

fec-image

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল ৭ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন।

যেখানে সম্মিলন ঘটে মিশর, তানজানিয়া, ইন্দোনেশিয়ার অর্ধডজন ক্বারির। তিলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দেশীয় ক্বারিগণ। তাদের কণ্ঠে ধ্বনিত হয় মহান ঐশী গ্রন্থ পবিত্র কুরআন। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত অবধি চলে কুরআন এই আসর। যেখানে ছিলনা পিন পতন আওয়াজ। সবাই নিরব নিস্তব্ধ হয়ে শুনেছে কেবল কুরআন তিলাওয়াতের সুমধুর সুর। যে সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে চারিদিকে। হৃদয় ছুঁয়েছে মুমিনদের। আসরের নামাজের পর থেকে ক্বেরাত সম্মেলন শুরু হয়। 

বাদে এশা সম্মেলন মঞ্চে হাজির হন আন্তর্জাতিক ক্বারিগণ। একে একে তিলাওয়াত করেন, মিশরের শায়খ ক্বারি সালাহ মুহাম্মদ সোলাইমান, শায়খ ক্বারি মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ-দুরংকী, তানজানিয়ার শায়খ ক্বারি রেজা আইয়ুব, শায়খ ক্বারি ঈদী শাবান, শায়খ ক্বারি আবিদা ইদ্রিস, ইন্দোনেশিয়ার শায়খ ক্বারি মাসুদ শাহাত মুহাম্মদ।

আন্তর্জাতিক ক্বারিদের পাশাপাশি দেশীয় ক্বারিদের তিলাওয়াত মুগ্ধ করার মতো ছিল। 

আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজীর সঞ্চালনায় ক্বেরাত সম্মেলনে জামিয়া পটিয়ার শায়খ মাওলানা ক্বারি আহমাদুল হক, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শায়খ ক্বারি নাজমুল হাসান, শায়খ ক্বারি শহিদুল ইসলাম, শায়খ মাওলানা ক্বারি আমজাদ হোসাইন, ক্বারি হাফেজ মুহাম্মদ জাকারিয়া ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারি শায়খ মুফিজুল হকের কন্ঠে তিলাওয়াত বেশ আকর্ষণ সৃষ্টি করে। 

সম্মেলনের পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন, আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি ক্বারি মাওলানা জহিরুল হক ও সহসভাপতি মাওলানা মুফতি আবু মুসা।

সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, সদর মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, রয়েল বীচ রিসোর্টের এমডি আকতার হোসাইন চৌধুরী বক্তব্য দেন।

ক্বেরাত সম্মেলনে মিডিয়া পার্টনার ছিল কক্সবাজার নিউজ (সিবিএন), ডিসকাভার কক্স ও দরিয়া নগর নিউজ (ডিএনএন)।

ক্বেরাত সম্মেলন সংস্থার সহসভাপতি শামসুল হক শারেক, সাধারণ সম্পাদক ক্বারি হাফেজ সাইফুল্লাহ কাসেমী, কক্সবাজার নিউজ (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, সংস্থার সাংগঠনিক সম্পাদক ক্বারি হুমায়ুন রশীদ, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, সহ-দপ্তর সম্পাদক ক্বারি রুস্তম উদ্দিন, হাফেজ মুদ্দাস্সির, মাওলানা শামসুল আলম, ক্বারি আবদুর রহমান, মাওলানা মুবিনুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন