কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজ নিয়ে উপজেলা পর্যায়ে চেম্বারের মতবিনিময়

fec-image
লকডাউনকালে ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজ নিয়ে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে উখিয়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন।
কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আজমল হুদা, প্রকল্প সমন্বয়কারী অশোক সরকার ও উখিয়া প্রেসক্লাবের সদস্য নুর মোহাম্মদ সিকদার।
ব্যাংক প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বর্তমানে উপজেলা পর্যায়ে সিএসএমই প্যাকেজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন- ইসলামী ব্যাংক কোর্ট বাজার শাখা প্রধান মো: জাহাঙ্গীর আলম, বিনিয়োগ কর্মকর্তা মো: শাহ আলম, কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মূখ্য কর্মকর্তা রনমিত্র বড়ুয়া, ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তা শাহাদাত হোসাইন, পূবালী ব্যাংকের শাখা প্রধান উত্তম চক্রবর্তী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্মকর্তা আবদুর হমান, সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রাজিব দে, রূপালী ব্যাংক লিমিটেড শাখা প্রধান আহসান উদ্দীন। উপস্থিত অংশীজনদের মতামত দেন, স্থানীয় কয়েকটি ব্যাংক প্যাকেজের আওতায় অর্থ ছাড় সন্তোষজনক হলেও প্রায় ৮০% নারী উদ্যোক্তা সুযোগ থেকে বঞ্চিত। অপরদিকে অধিকাংশ উদ্যোক্তা প্যাকেজ সম্পর্কিত বিষয়ে আবগত নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনসংখ্যায় দেশের একটি বৃহৎ অংশ নারী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত রূপকল্প ২০৪১ অর্জনে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদানের  মাধ্যমে অর্থনীতির মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
উপস্থিত ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সাধারণ প্রান্তিক উদ্যোক্তাগণ যাতে কোভিট-১৯ প্যাকেজ সম্পর্কে জানতে পারে সেই জন্য প্রতিটি  ব্যাংক শাখার সামনে দৃশ্যমান ব্যানার /ছোট বিলবোর্ড রাখতে হবে। চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, করোনাকালীন অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার লক্ষে  মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজের সুফল ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাগণ যাতে পায় সেই লক্ষে আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র সহযোগিতা জেলায় এবং বিভিন্ন উপজেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজের যথাযথ বাস্তবায়নে সরকারি, বেসরকারি এবং জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন