কোম্পানীকরণ ও ট্রেড ইউনিয়ন বন্ধের দাবিতে কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিক লীগের বিক্ষোভ সমাবেশ

PDB
কবির হোসেন, কাপ্তাইঃ

জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ(রেজিনংবি-১৯০২)সিবিত্র শ্রমিক কর্মচারীরা ১১দফা দাবী বাস্তবায়ন, কোম্পানী করণ বন্ধ ও ট্রেড ইউনিয়ন বন্ধকরণ পরিকল্পনা বাতিল ও বিউবোকে ভেঙ্গে টুকরো,টুকরোসহ সকল মিথ্যা যড়যন্ত্র বাতিলের দাবিতে দ্বিতীয় কমসূর্চী কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ ব্যবস্থাপক কার্যালয়ের সামনে শ্রমিক/কর্মচারীরা এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কার্যক্রম অব্যাহত রেখেছে।

গতকাল (শনিবার)কেন্দ্রিয় বিদ্যুৎ শ্রমীক লীগসহ সভাপতি ও কাপ্তাই শাখর সাধারন সম্পাদক আবুদল ওহাব বলেন, কেন্দ্রিয় সম্পাদক ও বীর মুক্তিযোদ্বা আলাউদ্দিন মিয়ার উদ্দেশ্য বলা হয় দাবি দাবা না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহ রাখাসহ কঠোর কর্মসুচী দেওয়ার আহবান জানানো হয়। এবং প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রী শেখ হাসিনাকে কে এ দাবি বাস্তবায়নের আহবান জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কাপ্তাই বিদ্যুৎ শাখার সভাপতি তাজুল ইসলাম, কেন্দ্রীয় জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ সহসভাপতি ও কাপ্তাই শাখার সাধারন সম্পাদক আবদুল ওহাব, সাংগঠনিক সম্পাদক খোকন চৌধুরীসহ সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন