ক্রিকেট স্টাম্পের আঘাতে যুবক খুন

fec-image

রামুর দোছড়িতে ব্যাট করা নিয়ে তর্কাতর্কির পর এক খেলোয়াডের ক্রিকেট স্টাম্পের আঘাতে যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম জয়নল আবেদীন (২৫)। সে দোছড়ি গ্রামের মৃত মনির আহমদের ছেলে। সে এক সন্তানের জনকও ।

প্রত্যক্ষদর্শী আয়াত উল্লাহ বাবু, দলনেতা মহিউদ্দিন সহ অনেকেই জানান, বৃহস্পতিবার বিকেলে কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি দক্ষিনকূল ফকিরা কবরস্থান জানাজার মাঠে ক্রিকেট খেলতে যায় একদল কিশোর ও যুবক। খেলার শর্ত ভঙ্গ করে অপর দলনেতা সূব্রত দাশ শুভ ব্যাট করতে চায় বার বার। এতে বাধা দেয় প্রতিপক্ষ দলনেতা মহিউদ্দিন সহ কয়েকজন। এক পর্যায়ে লেগে যায় মারামারি।

মহিউদ্দিন আরো বলেন, ঘটনার এক পর্যায়ে ফরিদ আলম চৌধুরী নামের এক যুবক দলনেতা মহিউদ্দিনকে ক্রিকেট স্টাম্প নিয়ে পিটাতে থাকে তাকে। দেখে বাবার কবর জিয়ারত করতে আসা জেঠাতো ভাই জয়নাল আবেদীন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ঝগড়া ভেঙ্গে দিতে চেষ্টার প্রাক্কালে ফরিদ আলম প্রকাশ চৌধুরী তাকে( জয়নালকে) জোরে একটি আঘাত করে। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে জয়নাল। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। পরে চিকিৎসাধিন

অবস্থায় শনিবার (৫ মার্চ) সকাল ১০টায় সে মারা যায়। এ বিষয়ে শুভ এ প্রতিবেদককে জানান, ফরিদ আহদমচৌধুরী তার গড়া শুভ ত্রিকেট একাডেমির সদস্য ছিলো। উগ্র হওয়ায় তাকে তার সমিতি থেকে
বহিষ্কার করে চৌধুরীকে। ঘটনার মূল হোতা সে এ চৌধুরী। তবে নিজেকে সে নিরপরাধ দাবি করেন পাশাপাশি।

এদিকে মৃত জয়নালের স্বজনরা অভিযোগ করে বলেন, মৃত ব্যক্তিকে নিয়ে এখন খেলা চলছে। রফাদফা করতে সাংবাদিক-পুলিশ-জনপ্রতিনিধিদের ম্যানেজে মাঠে নেমেছে একদল দূর্নীতিবাজ। ২ লাখ টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে খুনিরা। অপর দিকে সচেতন মহলের দাবি তিতারপাড়ার পর এবার দোছড়ির এ যুবক হত্যাকাণ্ডের স্বীকার যুবকের লাশ নিয়ে কুচক্রি মহল অপরাধিকে বাঁচাতে চেষ্টা করছে!

থানার অফিসার ইনচার্জ আনোয়রুল হোসেন বলেন, হত্যাকাণ্ডের ঘটনা সত্য। বাকী বিষয় ময়না তদন্তের পর জানা যাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন