ক্ষতিপূরণ বৈষম্যের কারণে জমির মালিকদের মধ্যে চরম অশান্তি  বিরাজ করছে

রাঙ্গামাটি প্রতিনিধি:

ক্ষতিপূরণ বৈষম্যের কারণে আমাদের মতো ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে চরম অশান্তি ও উদ্বেগ বিরাজ করছে। এমনিতেই এখানে সমতলের তুলনায় জমির মূল্য কম।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চলতি সংসদ অধিবেশনেই ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল আইন-২০১৮’ চূড়ান্ত বিলটি দ্রুত আইন পাশের দাবিতে পার্বত্য অঞ্চলে সরকারি কাজে অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত পরিবারের মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে নীলমনি মল্লিক ও মধুসুদন চাকমা এবং অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিক ও পরিবারের লোকজন ।

মানববন্ধনে বক্তারা বলেন, জমির মূল্যের অতিরিক্ত ১৫% হারে ১৯৫৮ সালের আইনটি এখানে এখনও বিদ্যমান রয়েছে।  পার্বত্য চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল আইন-২০১৮ চূড়ান্ত বিলটি দ্রুত আইন পাশের দাবি অথবা  প্রজ্ঞাপন জারির দাবীতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন।

মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামালের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন