খাগড়াছড়িতে উৎসবমূখর পরিবেশে পালিত হলো পবিত্র মধূ পুর্ণিমা

Sovona vantee

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে উৎসবমূখর পরিবেশে পালিত হলো বৌদ্ধদের পবিত্র ধর্মীয় উৎসব মধূ পূর্ণিমা। সোমবার সারা দেশের ন্যায় সকাল ১০টা থেকে খাগড়াছড়ি জেলার প্রতিটি বৌদ্ধ বিহারে বিভিন্ন দানীয় সামগ্রী নিয়ে শত শত পূণ্যার্থীর উপস্থিতিতে পরিণত হয় এক উৎসবমূখর পরিবেশ। দায়ক-দায়িকাগণ বিহারে এসে ভিক্ষুসংঘের নিকট বিভিন্ন জাতের ফলমুল, পানীয় অন্যান্য দানীয় সামগ্রী দান করার পর পঞ্চশীল গ্রহণ ও ধর্মীয় দেশনা শ্রবণ করেন।

পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ও মনাটেক মনানন্দ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শোভনা মহাস্থবীর বলেন, এ দিনটি উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায় প্রতিটি বিহারে গিয়ে বুদ্ধ পূজা, সীবলী পূজা, শীল গ্রহণ, সংঘদান, মধু ও ভেষজ দান, বাতি প্রজ্বলন, ভিক্ষু সংঘকে পিন্ডদানসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। মধু পূর্ণিমাকে কেন্দ্র করে বৌদ্ধরা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে। ধর্মপ্রাণ দায়ক-দায়িকাগণ জগতের সকল স্বত্ত্বাগণ সুখ ও শান্তি কামনায় বুদ্ধের নিকট প্রার্থনা করবে।

উল্লেখ্য, এ দিনটি বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা। এ দিনটি বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যময়। পারিলেয়্য বনে বর্ষা যাপন কালে একটি একাচারী হাতি প্রতিদিন বুদ্ধের সেবা করত; বনের ফল সংগ্রহ করে বুদ্ধকে দান করত। এ সময় বনের একটি বানর হস্তিরাজ কর্তৃক বুদ্ধকে সেবা করতে দেখে সেও বুদ্ধকে পূজা করে। ভাদ্র পূর্ণিমাতে সে একটি মৌচাক সংগ্রহ করে বুদ্ধকে মধু দান করে। পারিলেয়া বনে হস্তিরাজ কর্তৃক ভগবান বুদ্ধের সেবাপ্রাপ্তি ও বানরের মধুদানের কারণে এ দিনটি বৌদ্ধদের কাছে স্মরণীয় ও আনন্দ-উৎসবমুখর পুণ্যময় একটি দিন। এ পবিত্র দিনটিকে স্মরণ করে বৌদ্ধরা প্রতিবছর গুরুত্ব পূর্ণ ধর্মীয় উৎসব হিসেবে পালন করে থাকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন