খাগড়াছড়িতে গাভী পালনকারী খামারিদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

unnamed (1) copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে কৃত্রিম প্রজনন সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাভী পালনকারী খামারিদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা সোয়া ১টার দিকে জেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র। এসময় ব্রিড আপগ্রেডেশন থ্রু প্রজেনী টেস্ট প্রকল্পের আওতায় ২৫জন খামারিকে প্রণোদনার চেক বিতরণ করা হয়। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৪০জন গাভী পালনকারী প্রশিক্ষণ গ্রহণ করবে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) মংক্যচিং চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের উপ-পরিচালক এএইচএম মনোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরুজ্জামান, পুলিশ সুপার আলী আহমদ খান, আহ্বায়ক প্রাণীসম্পদ বিভাগ ও জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন