খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন “এ’’ প্লাস  ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মো. শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে জেলা সদরে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

ওরিয়েন্টেশনে সিভিল সার্জন ডা. মো. শওকত হোসেন জানান, আগামী ৫ আগস্ট জেলায় ৯৬ হাজার ৮৭৯ জন শিশুকে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী ১২ হাজার ৬৫ জন এবং ১২-৫৯ বযসী ৮৪ হাজার ৪১৪ জন শিশু রয়েছে।

৯৩৬ স্থায়ী ও ৫৪টি অস্থায়ী কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের ২ হাজার ৯৬ জন কাজ করবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন