খাগড়াছড়িতে দিনব্যাপী মাতৃদুগ্ধ বিষয়ক কর্মশালা

OLYMPUS DIGITAL CAMERA

খাগড়াছড়ি প্রতিনিধি :

মায়ের দুধ খাওয়ান, শিশুকে বাঁচান-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণমাধ্যম কর্মীদের নিয়ে খাগড়াছড়িতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন। রবিবার সকাল ১১টায় কর্মশালার উদ্ভোধন করেন জেলা সিভিল সার্জন ডঃ নারায়ন চন্দ্র দাশ।

এ সময় জন্মের পরপরই শিশুকে শাল দুধ খাওয়ানোর উপকারিতা, ছয় মাস পরে শিশুর সহায়ক খাদ্য, শিশু খাদ্যের বিপণন অধ্যাদেশসহ বাজারজাতকৃত গুড়া দুধের গুণগত মানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাজারজাতকৃত নিম্নমানের বিভিন্ন কোম্পানী গুড়া দুধ বর্জন করে শিশুকে অন্তত ৬ মাস মায়ের দুধ খাওয়ানোর অনুরোধ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডঃ শহীদ তালুকদার,  বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন এর মনিটরিং অফিসার মোঃ আকরাম হোসেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু দাউদ,সাংবাদিক তরুণ কুমার ভট্রাচার্য্যসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন