খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির চেক বিতরণ

সিনিয়র স্টাফ রিপোর্টার :

প্রান্তিক জনগোষ্ঠির জীবনমানের উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ি ও দীঘিনালা উপজেলায় আইসিআরসি‘র উদ্যোগে ইকোনমিক সিকিউরিটি ‘ইকোসেক’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় এ দু’উপজেলার ১শ’ ৫৪টি পরিবারকে আইসিআরসি‘র সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নগদ অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে। যা দিয়ে প্রান্তিক জনগণ গবাদিপশু পালন ও কৃষি চাষসহ নানা ধরনের আয়বর্ধনমূলক কাজ করছে।

শনিবার সকালে খাগড়াছড়ি রেডক্রিসেন্ট সোসাইটি‘র উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুফলভোগী এসব পরিবারের মাঝে দশ হাজার টাকা করে দ্বিতীয় কিস্তির চেক বিতরণ করা হয়েছে।

ইউনিটের ভাইস চেয়ারম্যান চৌধুরী আতাউর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো: জাহেদুল আলম। এতে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোল্লা মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: এনায়েত হোসেন মান্নান, রেড ক্রিসেন্টের কমিউনিটি ডেভলপমেন্ট বিভাগের পরিচালক নাজমুল আযম খান, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো: শানে আলম ও ইউনিটের আজীবন সদস্য মো: নুরনবী চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, এনিয়ে সুফলভোগী এসব পরিবারকে ‘ইকোসেক’ প্রকল্পের আওতায় ত্রিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হলো।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন