খাগড়াছড়িতে ১০টাকায় চাল বিক্রিতে সামাজিক দুরত্ব রক্ষা হচ্ছে না

fec-image

‘খাদ্যবান্ধব’ কর্মসূচির আওতায় খাগড়াছড়িতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে

রবিবার(৫ এপ্রিল) খাগড়াছড়ি পৌর শহরের ৯টি ওয়ার্ডে ৯ জন ডিলারের মাধ্যমে দুপুর ১২টার পর এ চাউল বিক্রি শুরু হয়।

প্রতি রবিবার,মঙ্গলবার ও বৃহস্প্রতিবার সপ্তাহে এই তিন দিন জাতীয় পরিচয়পত্র দেখিয়ে একজন ব্যক্তি ১০ টাকা দরে পাঁচ কেজি চাউল ও ১৮ টাকা দরে পাচঁ কেজি আটা কিনতে পারবেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রথম দিনই প্রতিটি বিক্রয় কেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ লাইন। তবে নেই সামাজিত নিরাপত্তা দুরত্ব। প্রতিটি ওমএস বিক্রয় কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। ফলে করোনাভাইরাস ঝুঁকি প্রকট হয়ে উঠেছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, সরকারের নির্দেশ অনুযায়ী আপাতত খাগড়াছড়ি পৌর শহরের ৯টি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়েছে।পরবর্তি নির্দেশ পেলে পরিধি পুরো জেলায় ছড়িয়ে দেওয়া হবে।

তিনি আরো বলেন, চাউল বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অসদুপায় বা দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, চাল, সামাজিক দুরত্ব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন