খাগড়াছড়ির রামগড় কুকিছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা

দুলাল হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি॥
 খাগড়াছড়ির রামগড় উপজেলার দুর্গম এলাকার প্রত্যন্ত অঞ্চলের কুকিছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা বলে খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয়ের কক্ষের ফ্লোর-এর উপরের আস্তর উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। ভবণ নির্মাণ কাজ ভালো না হওয়ায় অল্প বৃষ্টি হলেই ছাদ থেকে পানি পড়ে কক্ষের ভিতরে কর্দমাক্ত হয়। এদিকে বিদ্যালয়ের দরজা-জানালা ও ছাত্র/ছাত্রীদের বসার বেঞ্চগুলি নষ্ট হয়ে অকেজো হয়ে আছে। পর্যাপ্ত পরিমাণ বেঞ্চ না থাকায় অনেক ছাত্র/ছাত্রী দাড়িয়ে থাকতে হয়। সবদিক দিয়ে সমস্যার কারণে ছাত্র/ছাত্রীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বাবুল।

বিদ্যালয়ের এসএমসি সভাপতি সৌরভ মারমা এই প্রতিবেদককে জানান, বিদ্যালয়ের সমস্যাগুলি নিয়ে কয়েক জায়গায় তদবির করেও কোন সুফল পাওয়া যায়নি। এমনকি মাটিরাঙ্গা সেনা জোনেও সমস্যাগুলি অবগত করা হয়েছে। বিদ্যালয়ের বেহাল অবস্থার কথা জানতে পেরে মাটিরাঙ্গা সেনা জোনের উপ-অধিনায়ক সাধ্যনুযায়ী সহযোগিতার আশ্বাস দিলেও আজ অবধি কোন সরকার প্রতিষ্ঠান কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান তিনি। বিদ্যালয়ের সমস্যা গুলি বিবেচনা করে আশু পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন