খাগড়াছড়ি জেলার হেডম্যান-কার্বারী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা প্রশাসন, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক, হেডম্যান এসোসিয়েশন যৌথ আয়োজনে আজ শনিবার সকালে টাউন হল মিলনায়তনে জেলার হেডম্যান-কার্বারী সম্মেলন অনুষ্ঠিত হয় । খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশন‘র উপদেষ্টা কংজরী চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম ত্রিপুরা, পিএসসি ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও আন্তর্জাতিক শ্রম সংস্থা সহায়তায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মং সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মো: মাসুদ করিম, ইউএনডিপি সিএইচটিডিএফ ডেপুটি ডাইরেক্টর প্রসেনজিৎ চাকমা ।

অলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনে’র সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, জেলা কার্বারী এসোসিয়েশনে’র সভাপতি রনিক ত্রিপুরা, সদর উপজেলা চেয়াম্যান মো: শানে আলম, ১৯৬ নং মাটিরাংগা মৌজার হেডম্যান আনেউ চৌধুরী নয়ন ।

অনুষ্ঠানের কৈালিক কার্য়ক্রমে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী পার্বত্য চট্টগ্রামে’র ”প্রথাগত প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

উল্লেখ্য, হেডম্যান-কার্বারীরা জনপ্রতিনিধি হিসেবে সরকারের প্রশাসনিক কাঠামো ব্যবস্থা কার্যক্রম পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের প্রথাগত মধ্যবর্তী স্থর । খাজনা আদায়, ভূমি রেকর্ড, রিজার্ভ বন সংরক্ষন, গ্রাম্য সালিশ আইন-শৃংখলা রক্ষা, ইত্যাদি প্রথাগত পারিবারিক ও সামাজিক উন্নয়নের অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন