খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটি গঠিত

Khagrachari Pic 04 (3) copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রাচীন বিদ্যাপীঠ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। শুক্রবার বিকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সভা থেকে এ সংক্রান্ত একটি কমিটি ঘোষণা করা হয়।

বৈঠকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, প্রবীন সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্যী, দীপক দেওয়ান, নুরুল কবির তালুকদার প্রমুখ।

বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ড. সুধীন কুমার চাকমাকে আহ্বায়ক ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাক্তন শিক্ষার্থী শ্রীলা তালুকদারকে সদস্য সচিব করে ৫৫ সদস্যের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে অন্যান্যদের মাঝে রয়েছেন যুগ্ম আহ্বায়ক মো. জানে আলম, সাগরিকা খীসা, ডা. ক্যথোয়াই চৌধুরী, দীনময় রোয়াজা, মো. নুরুল কবীর তালুকদার, সহকারি অধ্যাপক, কাচালং ডিগ্রি কলেজ। তরুণ কুমার ভট্টাচার্যী, উ চি মং মারমা।

যুগ্ম সচিবরা হলেন দীপক দেওয়ান, আবুল কালাম আজাদ, বিজয় লক্ষী দে, ধীমান খীসা, সত্য প্রকাশ ত্রিপুরা, আজিম উল হক, উষা মগ, জীতেন বড়ুয়া, নুরুল আজম, রাশেদুল হক।

কমিটির সদস্যরা হলেন তাপস ভট্টাচার্য, উত্তম কুমার দাশ, জ্ঞ্যান জ্যোতি চাকমা, সুকুমার চাকমা, পুষ্প স্মৃতি চাকমা, মনোয়ারা বেগম, মো. তাজুল ইসলাম বাদল, ডা. সঞ্জিব ত্রিপুরা, বিম্বিসার খীসা, সিরাজুল ইসলাম, এডভোকেট প্রতিকার চাকমা, সৈকত দেওয়ান, লে. কর্ণেল মো. মঈন উদ্দিন, বিধান ত্রিপুরা , চম্পানন চাকমা, প্রকৌশলী উজ্জ্বল ত্রিপুরা, এডভোকেট সুইহ্লা মং মারমা, তরুন বিকাশ চাকমা, কনক বরন ত্রিপুরা,

স্বপন চৌধুরী, মনিরুল ইসলাম, মুকুল জ্যোতি চাকমা, থৈইউপ্রু মগ, স্বপন ভট্টাচার্য্য, প্রভাত তালুকদার, বিনোদন ত্রিপুরা, উয়াম্রাসং মারমা, মঈদ মুহম্মদ রুবেল, জুয়েল বড়ুয়া, ডা. নয়ন ময় ত্রিপুরা, ইব্রাহীম খলিল, মুহম্মদ ইলিয়াছ উজ জামান, কফিল মাহমুদ, রফিকুল ইসলাম, মঞ্জুরুল আলম সুজন ও অপু দত্ত। আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের সুবিধাজনক সময়ে উৎসব উদযাপন করা হবে বলেও জানানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন