খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা ও সাবেক ছাত্রনেতা সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবীতে খাগড়াছড়িতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ

SAM_5491

মোঃ আবুল কাশেম, খাগড়াছড়ি থেকে ॥  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবীতে আজ (মঙ্গলবার) সকাল ১১টায় শহরে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম খলিলের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি জেলা  বিএনপি’র  দলীয় কার্যালয় সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সভায় বক্তারা বলেন, এ আওয়ামী বাকশালী সরকার ক্ষমতায় থাকার জন্য নানা তালাবাহানা চালিয়ে যাচ্ছে। গণতন্ত্রের গলাটিপে ধরে গণতন্ত্রের লেবাস পড়ে কোন প্রকার ইস্যু ছাড়া গণতান্ত্রিক আন্দোলনের উপর নিষেধাজ্ঞা দিয়ে যে বাকশালী আচরণ করছে তা ছাত্রদল মেনে নিবে না। সরকার বর্তমানে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা চালায় এবং সাবেক ছাত্রনেতা সহ বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার অভিযোগ তুলে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্তে মুক্তি দেয়া না হলে খাগড়াছড়িতে সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়ার নেতৃত্বে ছাত্রদল রাজপথে নামবে এবং যতক্ষণ পর্যন্ত নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের ঘোষনা আসবেনা ততক্ষণ রাজপথে থাকবে বলে হুশিয়ারী উচ্চাররণ করেন। ছাত্রদল নেতৃবৃন্দ ২৫ তারিখের পর বাংলাদেশ চলবে খালেদা জিয়ার নেতৃত্বে ও খাগড়াছড়ি চলবে ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে বলে মন্তব্য করেন।

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম মামুন ভূইয়া। সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, সহ-সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মাসুদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন প্রমূখ। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক হেলাল খাঁন, সদর থানা কমিটির সভাপতি সুজন, সাধারন সম্পাদক আক্তার, খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি শাহাদাৎ, ঢাকাস্থ কমিটির সাধারন সম্পাদক জন চাক্মা, সহ-সভাপতি মনুচিং চৌধুরী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া, বিএনপি, মিছিল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন