গাজায় স্থল অভিযান, ইসরায়েলি ১৬৮ সেনা নিহত

fec-image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে এখন পর্যন্ত ১৬৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বরও উত্তর গাজায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সবশেষ নিহত সেনার নাম ক্যাপ্টেন হারেল শারভিট। তিনি কোচাভ ইয়াকভ থেকে ৫৫১ ব্রিগেডের ৭০০৮তম ব্যাটালিয়নে যুক্ত ছিলেন।

এদিকে ইসরায়েলের উত্তরের শহর কিরিয়াত শমোনা ও লেবানন সীমান্তের কাছে গ্যালিলি প্যানহ্যান্ডেলের কাছাকাছি শহরগুলোতে সন্দেহজনক ড্রোন অনুপ্রবেশের সাইরেন বাজানো হয়েছে।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক লক্ষ্য বস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনীও।

অন্যদিকে উত্তর গাজায় কুয়েত হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে রাফাহ আবু ইউসুফ আল নাজ্জার হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস উপহাস ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৩২০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ৫৫ হাজার ৬০৩ জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসরায়েল, ইসরায়েল সেনা নিহত, গাঁজা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন