গুইমারাতে হাতে বুনানো প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্রের উদ্বোধন

khagrachari pic 44

নিজস্ব প্রতিনিধি:

পার্বত্যাঞ্চলের প্রত্যন্ত জনপদ খাগড়াছড়ির গুইমারাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠি জন্য উন্নত প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ “হাতে বুনানো প্রশিক্ষণ সোসাইটি”। রবিবার সকালে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের উদ্যোগে টাউন হলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ইউপি চেয়ারম্যান মেমং মারমার সভাপতিত্বে হাতে বুনানো প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্রের আনুষ্ঠিক উদ্বোধন করেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহাম্মেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন “হাতে বুনানো প্রশিক্ষণ সোসাইটি”র চেয়ারম্যান গোলাম মোরশেদ, বিজিবি’র গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল একরামুল হক, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল জিল্লুর, গুইমারা উপজেলার বিদায়ী ও নবাগত নির্বাহী কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাহাঙ্গির আলম প্রমূখ।

পরে ৪২ জন পাহাড়ী-বাঙ্গালী নারী প্রশিক্ষণার্থীদের হাতে সরঞ্জামাদি তুলে দেন অতিথিরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন