গুইমারায় চাল্যাতলী রাস্তার উপ-প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা সিন্দুকছড়ি ইউনিয়নের ডুল্যাতলী ভায়া চাল্যাতলী রাস্তার উপ-প্রকল্পের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাপ্ত পুনর্বাসন অনুদান অতিরিক্ত ক্ষতিপূরণ এর চেক হস্তান্তর করা হয়েছে।

সিন্দুক ছড়ি ইউপি চেয়ারম্যান বাবু রেদাক মারমার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর এিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তঙ্গার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, এডিবি এর মহাপরিচালক আশা প্রদীপ চাকমাসহ অনেকে।

এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে অবকাঠামোর জন্য চেক ও নগদ টাকা তুলে দেয় অতিথিবৃন্দ।  ক্ষতিগ্রস্তদের মধ্যে যাদেরকে  চেক বিতরণ করা হয়, তারা হলেন- উষাজয় মার্মা- ৪০৩০৭ টাকা, রেমরাচাই মার্মা- ১০২৩০, অংক্যমন মার্মা- ৭৩০৭, অংক্য মার্মা- ৭৯১৬।

ধান্য জমির ক্ষতিপূরণ বাবদ, আতুশে মার্মা-১২০০, মাওয়াচিং মার্মা -১২০০ টাকা ও ফল গাছ বাবদ ক্ষতিপূরণ,- অংচিং মার্মা- ২০১১, মেঘলা মার্মা -৫১৮, উগ্য মার্মা -৩২০৯, মংসানাই মার্মা -৩০৩৬, ব্লাপু মার্মা -১০৬৬, রুইলা মার্মা -৩৪৫, থৈইঅংগ মার্মা – ৭৭৯ টাকা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন