চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রের হত্যার প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন

sdr

দীঘিনালা প্রতিনিধি:

চট্টগ্রামের বায়েজিদ থানার জামিয়া ওমর ফারুক আল ইসলামিয়া নামের একটি কওমি মাদ্রাসায় ছাত্রের হত্যার প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে উপজেলার বঙ্গবন্ধু চত্ত্বরে ‘দীঘিনালা উপজেলাবাসী’ এর ব্যানারে কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে পার্বত্য অধিকার ফোরামের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়ার সহ-সভাপতি মো. মুনসুর আলম হীরা, যুগ্ন-সম্পাদক জাহাঙ্গির, প্রচার সম্পাদক রাজু, সাংগঠনিক জাহাঙ্গির আলম।

এসময় মানববন্ধনে অভিযোগ করা হয়, হাবিবুর রহমান আফিফকে পরিকল্পিতভাবে হত্যা করে জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও করা হয় মানববন্ধনে।

উল্লেখ্য, দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে হাবিবুর রহমান আফিফকে আরবি পড়াশোনার জন্য ভর্তি করান, চট্টগ্রামের বায়েজিদ থানার ‘জামিয়া ওমর ফারুক আল ইসলামিয়া’ নামের একটি কওমি মাদ্রাসায়।

গত সোমবার (৮ এপ্রিল) আফিফ মাদ্রাসা থেকে বাড়ি চলে গেলে, বাবা আনিছুর রহমান বুঝিয়ে আবারও মাদ্রাসায় পাঠিয়ে দেন। পরে গত বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যায় আফিফ কে পাওয়া যাচ্ছে না বলে জানায় মাদ্রাসার হুজুর মাওলানা তারিকুল ইসলাম।

কিছুক্ষণ পর আবারও হুজুর তারিকুল ইসলাম আফিফের বাবাকে জানায়, আফিফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পরে একই রাতে ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রের হত্যার প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন