চুনতী জাইল্যার ঢালার ট্রাজেডিতে চোখের জলে চিরবিদায় দু‘ভাই

fec-image

শনিবার রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতী জাইল্যার ঢালায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক কায়ছার হামিদের দুইভাই চকরিয়া উপজেলার হারবাং কোরবানিয়া ঘোনা গ্রামের বাসিন্দা মো.জসিম উদ্দিন (৩৩), মো. বেলাল উদ্দিন তাওরাত এবং আজিজনগর ভিলেজার পাড়া এলাকার লালু ফকির (৭০) এর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার(২২ মার্চ) বেলা ১১ টায় আজিজনগর উলুমে দ্বীনিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন আজিজনগর ম্যাচ ফ্যাক্টরি জামে মসজিদের খতিব মুফতি তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশগ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল করিম সাঈদী, আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, নিহতদের বড় ভাই সাংবাদিক কাইছার হামিদ, নাজিম উদ্দিন রানা, লোহাগাড়া আমিরাবাদ মসজিদুল আকবরের খতিব মুফতি মিজানুর রহমান শরীফ।

একটি দুর্ঘটনায় একসঙ্গে দুই ভাইকে হারিয়ে শোকে মুহ্যমান সাংবাদিক কায়ছার হামিদ। তিনি লোহাগাড়া উপজেলার কর্মরত সাংবাদিক। গ্রামের বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়াঘোনা। তাদের পুরাতন বাড়ি চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আমানচর গ্রামে।

এদিকে আজিজনগরে অনুষ্ঠিত দিনজনের জানাজায় অংশগ্রহণ করেনে, লোহাগাড়া ব্রীক ফিল্ড মালিক সমিতির সভাপতি শিল্পপতি মো. সাহাব উদ্দিন, আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা উসমান গণি, সাতকানিয়া মির্জাখিল ছিদ্দিকীয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা আশরাফ আমীন, আজিজনগর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ নাজেমুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান রফিক আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের জনসাধারণ।

জানাযার মাঠে নিহতদের শেষ বিদায় দিতে গিয়ে অনেকে আবেগাপ্লুত হন। একসঙ্গে দুই ভাইকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন সাংবাদিক কায়ছার হামিদ। নিহতদের স্বজন ও প্রতিবেশিদের মাঝে বিরাজ করছে নিরব-নিস্তব্ধতা। নেমে এসেছে শোকের ছায়া

প্রসঙ্গত: শনিবার(২১ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতির জাইল্যার ঢালায় (জাঙ্গালিয়া) এলাকায় চট্টগ্রামমুখি লবণ বোঝাই ট্রাকের সাথে চকরিয়া মুখি ছাড়পোকা (ম্যাজিক গাড়ীর) মুখোমুখি সংঘর্ষে ম্যাজিক গাড়ী চালকসহ ১৩ জন নিহত হন। সেখানে জসিম, তাওরাত ও লালু ফকিরও রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া, ট্রাজেডি, সাংবাদিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন