ছাত্রছাত্রীদের তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় কৃতিত্বের সাথে এগিয়ে যেতে হবে

ramu pic mp komol 09.04.17
রামু প্রতিনিধি :
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, ছাত্রছাত্রীদের তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় কৃতিত্বের সাথে এগিয়ে যেতে হবে। আগামী ৫বছরে কক্সবাজার-রামু হবে আইটি রাজধানী। ২ বছরের মধ্যে এখানকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আইটি ল্যাব প্রতিষ্ঠা করা হবে। প্রতিটি ছাত্র-ছাত্রী, তরুন-যুবকদের আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষিত করে ঘরে ঘরে আইটি শিল্প প্রসার করা হবে। এখানে আইটি শিল্পের নব দিগন্তের সূচনা করা হবে। এজন্য ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবক এবং শিক্ষকদেরও ভূমিকা রাখতে হবে।

সাংসদ কমল রবিবার (৯ এপ্রিল) রামু উপজেলার ঐতিহ্যবাহী কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উদ্বোধক এর বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহি অফিসার মো. শাজাহান আলি।

কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হানিফ মিয়া মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া।

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ তৈয়ব, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য শামসুল আলম ও নুরুল হক, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, রামু উপজেলা যুবলীগের সহ সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী ওসমান সরওয়ার মামুন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য শহীদুল্লাহ সিকদার, বিদ্যালয় অভিভাবক সদস্য মীর কাসেম, নুরুল আলম, আবদুল গফুর ও আবদুল খালেক, ইউপি সদস্য জহির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও মোহাম্মদ নোমান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলী হায়দার, সহকারি শিক্ষক ওসমান গনি, প্রনব বড়ুয়া, ছৈয়দ আলম, মোহাম্মদ আবদুল্লাহ, মোস্তফা কামাল, লুৎফুন্নাহার, রহিমা বেগম, আনজুমান আরা এনি, নাছির উদ্দিন, দেবাশীষ চক্রবর্তী, আবদুল্লাহ (ছোট), ওবাইদুল্লাহ, রাশেল, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহি অফিসার মো. শাজাহান আলি বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া, সংস্কৃতিতেও অসাধারণ অবদান রেখে চলেছে। এ বিদ্যালয়টি যেন পুরো রামুরই প্রতিনিধিত্ব করছে। এমন প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারি সকল সহযোগিতা দেয়া হবে।

বিকালে অতিথিবৃন্দ অনুষ্ঠানস্থলে গেলে শিক্ষার্থীদের পরিবেশিত আঞ্চলিক আইল্যাগীত অতিথি এবং দর্শকদের বিমোহিত করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন