ছোট মহেশখালীতে পান বরজে হামলা : আহত-৪

29-9-16

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর ১২ নং পাহাড়ি জমির পান বরজে দৃর্বত্তরা হামলা চালিয়ে ৪ জন শ্রমিককে আহত করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১টায়।

অভিযোগ সুত্রে জানা যায়, ছোট মহেশখালী ১২ নং পাহাড়ের মৌজার মগের ঘোনা নামক পাহাড়ে পৈত্রিক সম্পতির জমিতে পান বরজের চাষ করে আসছে বড় মহেশখালীর শুক্কুরিয়া পাড়ার মৃত হাজি আলী মিয়ার ছেলে আব্দুল মাবুদ। বিগত কয়েক বছর ধরে ওই পান বরজ ও জায়গার উপর লোলপ দৃষ্টি পড়ে স্থানীয় সিরাজ মিয়া গংদের।

এই নিয়ে মাবুদের পরিবারের সাথে প্রতিপক্ষের বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল ১১টায় পাহাড়ের পান বরজে সিরাজের নেতৃত্বে খোকন,  রফিক, ফরিদ মিয়া সহ ১০ জনের একটি দল লাঠিয়াল বাহিনী হামলা চালায় ।

এসময় বরজে থাকা ৪ জন শ্রমিক গুরুতর আহত হন। আহতরা হলেন আশরাফ জামাল, আব্দুল খালেক, মো. আনছার, মো. নেছার।

হামলাকারীরা এসময় আহতদের কাছ থেকে মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা মহেশখালী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। আহতের মধ্যে আব্দুল খালেকের অবস্থা আশংকা জনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। মহেশখালীথানায় মামলার পক্রিয়া চলছে বলে জানা গেছে।

হামলাকারীদের  বিরুদ্ধে আগের মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয় ছোট মহেশখালীর চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন