জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের প্রয়োজনীয়তা রয়েছে: জেলা প্রশাসক সামসুল আরেফিন

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটিতে আলফেসানী মুজাদ্দেদী একাডেমীতে রোটার‌্যাক্ট ক্লাব চিটাগং ডাউন টাউন এর আয়োজনে এবং জেলা রোটারী ক্লাবের সহযোগিতায় শনিবার সকালে এক বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় জেলা রোটারী ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, আলফেসানী মুজাদ্দেদী একাডেমী স্কুলের অধ্যক্ষ আমীন পাটোয়ারী, রোটারী ক্লাবের সাবেক সভাপতি আবু সাদাৎ সায়েম, রেড ক্রিসেন্টে সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার প্রমুখ।

জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, আমাদের জীবনে বৃক্ষের অবদান অসামান্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের প্রয়োজনীতা রয়েছে। তিনি বলেন, পানিই জীবন কিন্তু পানি ছাড়া আমরা কয়েক ঘন্টা থাকতে পারলেও অক্সিজেন ছাড়া এক মিনিট থাকতে পারবো না। আর আমাদের জীবন বাঁচার অক্সিজেন দেয় বৃক্ষ। দেশের ১৬ কোটি মানুষ যদি বছরে একটি করে গাছ লাগায় তাহলে দেশে গাছের সংখ্যা দাঁড়াবে ১৬ কোটি। আমাদের দেশে ২৫ ভাগ বৃক্ষের প্রয়োজনীয়তা থাকলেও মাত্র ১০ ভাগ বৃক্ষ রয়েছে। এজন্য আমাদের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম।

আলোচনা সভা শেষে স্কুল প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপন করেন অতিথিরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন