টেকনাফে কাছিমের সাড়ে ৫ হাজার বাঁচ্চা অবমুক্ত

teknaf pic (k)

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে বঙ্গোপসাগরে কাছিমের সাড়ে ৫ হাজার বাঁচ্চা অবমুক্ত করা হয়েছে। টেকনাফে বনবিভাগ ও মেরিন লাইভ এলাইন্সের উদ্যোগে এ সব কাছিমের বাঁচ্চাসমূহ অবমুক্ত করা হয়।

এ মৌসুমে টেকনাফ সাবরাং ফতেল্লা পাড়া, সদরের হাবিরছড়া ও বাহারছড়ার নোয়াখালীয়াপাড়ার তিনটি হ্যাচারিতে মেরিন লাইভ এলাইন্সের মাধ্যমে ৭ হাজার ৫শ’ কাছিমের ডিম সংরক্ষণ করা হয়। তনমধ্যে সাড়ে ৫ হাজার বাঁচ্চা ফোটে। তা পর্যায়ক্রমে সাগরে অবমুক্ত করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারি বনসংরক্ষক রেজাউল করিম চৌধুরী জানান, মঙ্গলবার সকালে টেকনাফ সৈকতে কাছিমের সাড়ে ৫শ’ বাঁচ্চা অবমুক্ত করা হয়। এ মৌসুমে এ পর্যন্ত কাছিমের সাড়ে ৫ হাজার বাঁচ্চা অবমুক্ত করা হয়েছে। তবে কাছিম সাগরকে পরিস্কার রাখে। কাছিম সাগরে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন