টেকনাফে পাহাড় ধসে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত: বাবা-ছেলে জীবিত উদ্ধার

Teknaf Pic-(A)-28-07-15 (1)

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ প্রতিনিধি:
হ্নীলায় পাহাড় ধসে ৬ বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় বাড়ির নিচে চাপা পড়া পিতা-পুত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যা হতে ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে প্রবল বর্ষণ ও ঝড়ো বাতাসে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালীর বিট অফিসের পাহাড়ে গড়ে উঠা মৃত আব্দুল হাকিমের পুত্র দিনমজুর হাসান ও মৃত আমির হামজার পুত্র কসাই বশির আহমদের বাড়ি ধসে ও গাছপালা পড়ে ভেঙে যায়।

এ সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। মইন্যাজুম এলাকার মৃত বশির আহমদের পুত্র দিনমজুর আব্দুশ শুক্কুরের বাড়ি পাহাড় ভেঙে বিধ্বস্ত হয়ে যায়। এসব পরিবারের ক্ষতিগ্রস্তরা পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নিয়েছে।

অপরদিকে পূর্ব পানখালীর স্কুলপাড়া সংলগ্ন আবুল কাশেম, তার পুত্র মোঃ ইউনুছ ও মেয়ে জামাই মজিবের বসতবাড়িটি হঠাৎ পাহাড় ধসে চাপা পড়ে। এতে ৩ পরিবারের ১৩জন কোন প্রকারে রেহাই পেলেও মোঃ ইউনুছ ও তার শিশু পুত্র মোঃ নুর (৭) মাটিতে চাপা পড়ে।

এ সময় বাড়ির অপর সদস্যরা হৈ চৈ শুরু করলে পার্শ্ববর্তী লোকজন এসে তাদের জীবিত উদ্ধার করে। পরে বাস্তুহারা লোকজন পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে গেলেও সহায়তা মেলেনি। বর্তমানে স্কুল বন্ধ থাকায় নিরুপায় হয়ে প্রাইমারী স্কুলের ছাঁদ থেকে পানি শুষে পড়া একটি কক্ষে ঠাঁই মিলেছে। সেখানে রান্না করতে নিষেধ করায় তারা চরম বেকায়দায় পড়েছে জানান।

এ ব্যাপারে স্থানীয় মেম্বার হোছাইন আহমদ জানান- খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের দেখাশোনা করে হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন