টেকনাফে ফাঁকা গুলিবর্ষণ করে এক ব্যক্তিকে অপহরণ, গ্রেপ্তার ৩

fec-image

কক্সবাজারের টেকনাফে ৪ থেকে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে এক যুবককে অপহরণ করেন। এ ঘটনায় অ়ভিযুক্ত ৩ জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগীর বড় ভাই মো. ফরিদ আলম।

অপহৃত ভুক্তভোগী টেকনাফের হ্নীলা ইউনিয়ন লেদা এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৮)।সেই পেশায় একজন পোল্ট্রি ফার্ম ও মুদি দোকানদার।

গ্রেপ্তারকৃরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা হোসাইন আহমদের ছেলে মুহিব উল্লাহ (২৫), একই উপজেলার মুচনী এলাকার তাজর মল্লুকের ছেলে সুলতান আহমদ (৪৫) ও রামুর ছব্বির আহমদের ছেলে মো. রাশেদুল (২৪)।

রবিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার থেকে তাকে অপহরণ করা হয়।

অপহৃত ভুক্তভোগীর বড় ভাই ফরিদ আলম বলেন, আমার ছোট মো. জাহাঙ্গীর আলম বিকালে ফুটবল ম্যাচ খেলেন,খেলা শেষে লেদা বাজারস্থ একটি দোকানের সামনে স্থানীয় লোকজনদের সাথে কথা বলছিল। রাত যখন সাড়ে ১০ বাজে তখন হঠাৎ করে একটি কালো রংয়ের নোহা গাড়ি এসে অস্ত্র টেকিয়ে আমার ভাইকে গাড়িতে তুলার চেস্টা করেন।উপস্থিত থাকা লোকজন বাধাঁ দিলে অস্ত্রধারী সন্ত্রাসীরা ৪ থেকে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে,উপস্থিত লোকজনদের মাঝে ভীতি সৃষ্টি করেন। তখন তারা আমার ভাইকে গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল থেকে তারা চলে যায়।

পরবর্তী আমরা বিভিন্ন জায়গায় খবর দিয়ে হোয়াইক্যং নয়াবাজার এলাকায় নোহা গাড়িটা আটকানো হয়।সেখানে তিনজন অপহরণকারী ছিল তাদেরকে আটক করা গেলেও ওই গাড়িতে আমার ভাইয়ের দেখা মেলেনি। এখনো পর্যন্ত আমার ভাই অপহরণকারীদের কবলে রয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, টেকনাফের লেদা বাজার থেকে রাতে মো. জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে অপহরণ হয় বলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হলে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন তিনজন লোককে আটক করে আমাদের কাছে সোপর্দ করেন। আমরা আটককৃত তিনজনকে জিজ্ঞেসাবাদ করতেছি।এবং অপহৃত ভুক্তভোগীকে উদ্ধারে একাধিক পুলিশের টিম কাজ করছেন বলে ওসি জানায়।

উল্লেখ্য, বিগত ৬ মাসে টেকনাফ উপজেলায় শতাধিক লোকজন অপহরণের শিকার হয়েছেন। অপহরণের পর মুক্তিপণ দিতে না পেরে টমটম (ইজিবাইক) চালকসহ ৪জন খুন হয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপহরণ, গুলিবর্ষণ, গ্রেপ্তার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন