টেকনাফে বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা যুবক নিহত

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় ৪টি দেশীয় অস্ত্র ও ৭ রাউন্ড কার্তুজ ও বেশ কিছু ইয়াবা উদ্ধার হয়েছে।

নিহতরা হলো- নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বি-ব্লকের এমআরসি নং-৬১৩২৫, শেড নং-১০১৪, রোম নং-৫এর বাসিন্দা আমির হোছনের পুত্র নুরুল আলম (২৩), এইচ ব্লকের এমআরসি নং-০৫০৪৭, শেড নং-৬০৪১, রোম নং-৪ এর বাসিন্দা ইউনুছের পুত্র মো. জুবাইর (২০) এবং একই ব্লকের এমআরসি নং-১১৭৬১, ৬২৬নং শেডের ৯নং রোমের ইমাম হোসেনের পুত্র হামিদ উল্লাহ (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন এলাকায় পুলিশ আটককৃতদের নিয়ে হাবিবের পাহাড়ে অস্ত্র উদ্ধারে গেলে রোহিঙ্গা দূর্বৃত্তরা পুলিশের উপর গুলিবর্ষণ করে।  পুলিশও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে।  গোলাগুলি শেষে ঘটনাস্থল তল্লাশী করে ৪টি দেশীয় অস্ত্র ও ৭ রাউন্ড কার্তুজসহ তিন জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।  উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়ার পথেই তারা মারা যায়।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে রোহিঙ্গা দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফে বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা যুবক নিহত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন