টেকনাফে ১ লাখ ইয়াবাসহ একজন আটক

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় সৈয়দ নুর (২৬) নামের একজনকে আটক করা হয়েছে।

বুধবার (৪এপ্রিল) সকাল ১১টায় দমদমিয়া চেকপোস্টে বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

জানাযায়,  সৈয়দ নুর কক্সবাজার লিংকরোড এলাকার মো. এমদাদ উল্লাহর ছেলে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, দমদমিয়া চেকপোস্টে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস নামের একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ১৯৪৬০ পিচ ইয়াবা পাওয়া যায়। এসময় উক্ত ইয়াবার কোন মালিককে পাওয়া না গেলেও একই বাসের যাত্রী সৈয়দ নুরের কাছে ৪০ পিচ ইয়াবা পাওয়া যাওয়ায় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হবে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেন। এসময় দুই পাচারকারী জঙ্গলে পালিয়ে যায়।

অপরদিকে শাহপরীরদ্বীপ বিওপি ফাঁড়ীর নায়েক আজানুরের নেতৃত্বে জওয়ানরা ৪ নং স্ম্নুইস গেইট এলাকায় অভিযান চালিয়ে আরও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেন। এ অভিযানেও দুই পাচারকারী পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন