টেকনাফে ৩৪৮ বোতল বিদেশি মদসহ চার মাদক ব্যবসায়ী আটক

fec-image

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩৪৮ বোতল বিদেশি মদসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

সোমবার (২ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে হোয়াইক্যং এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলা বালুখালীর মৃত খুইল্যা মিয়ার ছেলে নজির আহম্মদ (৫২), নজির আহম্মদের ছেলে আরাফাত হোসেন (১৯), নয়াপাড়া মোহছনী ক্যাম্পের এমআরসি নং-০৮০২৬ এর সুলতান হোসাইনের ছেলে মোহাম্মদ হোসাইন (২১) ও এমআরসি নং-২৬০৯৫- বি এর আবু সামার ছেলে সৈয়দ হোসেন (৩৪)।

র‌্যাব সূত্রে জানা যায়, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের খারাংগা ঘোনা এলাকার নজির আহম্মদের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় নজির আহম্মদের বসত বাড়ির শয়ন কক্ষে রক্ষিত অবস্থায় প্লাস্টিকের বস্তায় রাখা মিয়ানমার থেকে আনা ৩৪৮ বোতল মদ উদ্ধার করা হয়। ওই স্থানে র‌্যাবের দল পৌঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায়। তবে এসময় চারজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

মাদক ব্যবসায়ীগণ ও পলাতক আসামি পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত বিদেশি মদ অবৈধভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল বলেও জানা যায়।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, টেকনাফ, মাদক ব্যবসায়ী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন