ডিজিটাল সেবা আর নতুন সব ফিচার নিয়ে বাংলালিংক-এর নতুন ওয়েবসাইট

5555

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক তার ওয়েবসাইটকে নতুন আঙ্গিকে সাজিয়েছে। গ্রাহকদের জন্য রয়েছে নতুন সব ফিচার এবং দারুণ লুক। দেশী ও বিদেশী গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার আলোকে এ ওয়েবসাইটটি  আরও সহজ, ইন্টারেক্টিভ এবং তথ্যবহুল।

নতুন এ ওয়েবসাইটিতে ই-কমার্স ফিচারসমূহ যুক্ত করা হয়েছে। এ ই-কমার্স ফিচারে গ্রাহকরা পাবেন ইন্টারনেট প্যাক কেনার সুযোগ এবং বিভিন্ন প্রয়োজনীয় ডিজিটাল সেবাসমূহ যেমন- অনলাইন টপ-আপ এবং ইমার্জেন্সি ব্যালেন্স। এতে আরও রয়েছে ই-শপ ফিচার, যা টেলিকম ইন্ডাস্ট্রিতে এই প্রথম। এ ই-শপে ভিজিটররা সিম কার্ড এবং হ্যান্ডসেটসমূহ কিনতে পারবেন বলেও জানান।

এ ওয়েবসাইটে থাকবে বিভিন্ন হ্যান্ডসেটের তুলনা, স্পেসিফিকেশন এবং আরও অনেক কিছু। নতুন ওয়েবসাইটের ব্যবহারকারীরা সহজ প্রি-পেইড প্যাকেজ মাইগ্রেশন সুবিধা নিতে পারবেন এবং সাইটটি সঠিক সার্ভিস প্যাক বাছাই করতে অ্যাডভাইজর হিসেবে কাজ করবে। এই সাইটে আরও রয়েছে স্মার্ট ফিল্টারিং সার্চ সুবিধা। ইউ মে অলসো লাইক’ সেকশনে বিভিন্ন ইন্টারনেট প্যাকের জন্য ব্যবহারকারীরা এখন পাবেন প্রাসঙ্গিক সুপারিশসমূহ।

বাংলালিংক-এর সিইও এরিক অস বলেন, নতুন ওয়েবসাইটটি বাংলালিংক-এর ডিজিটাল স্ট্রাটেজির অবিচ্ছেদ্য অংশ এবং এটি আমাদের গ্লোবাল ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্ব করে। বাংলালিংক গ্রাহকদের জন্য সব সময় নতুন উদ্ভাবন নিয়ে আসে। মানুষের ভবিষ্যত ডিজিটাল দুনিয়ায় প্রবেশের সাথে সাথে আমাদেরও মনে হয়েছে তাদের তথ্য এবং আনুষাঙ্গিক সেবা দেওয়ার ক্ষেত্রে আরও উন্নয়ন প্রয়োজন। যারা আমাদের সেবাসমূহকে আরও সুবিধাজনক পদ্ধতিতে নিতে চান এবং আমাদের সম্পর্কে ঝামেলাহীনভাবে জানতে আগ্রহী আমরা তাদের জন্য ওয়েবপেজকে সতর্কতার সাথে আরও নতুন আঙ্গিকে সাজিয়েছি। বিশ্বব্যাপি গ্রাহকদের রোমাঞ্চিত রাখতে নতুন সব ফিচার নিয়ে আসার পরিকল্পনা রয়েছে আমাদের”।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন