দীঘিনালার দশবল রাজ বিহারের শতবর্ষ পূর্তি এবং অনাথ আশ্রমের সুবর্ণ জয়ন্তীর তিন দিনের বর্ণাঢ্য কর্মসূচি শুরু

SONY DSC

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

খাগড়াছড়ির দীঘিনালার দশবল রাজ বিহারের শতবর্ষ পূর্তি এবং পার্বত্য চট্টল অনাথ আশ্রমের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তিন দিনের বর্ণাঢ্য কর্মসূচি শুরু হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে দীঘিনালা উপজেলা সদরের এমএন লারমা স্কোয়ার থেকে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে বৌদ্ধ ধর্মাবলম্বী সহস্রাধিক নারী-পুরুষের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়ে মাইনী ভিক্ষু সংঘের সংঘনায়ক ভদন্ত ধর্মবংশ মহাথেরো’র নেতৃত্বে শোভাযাত্রাটি কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিহার অঙ্গনে শেষ হয়।

বিহার অঙ্গনে বুদ্ধ গয়া থেকে এনে রোপিত ৫০ বছর বয়সী বোধি বৃক্ষের পূজা শেষে দেশের খ্যাতিমান বৌদ্ধ ধর্মীয় গুরু ড. জ্ঞানশ্রী ভিক্ষু তিন দিনব্যাপী বুদ্ধ মেলা ও বূহ্যচক্রের উদ্বোধন করেন।

এসময় দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা, উপজেলা নির্বাহী অফিসার শেখ শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. আশুতোষ চাকমা, জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, দীঘিনালার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এবং প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন