দীঘিনালায় আওয়ামীলীগের বিক্ষোভ-সমাবেশ

dighinala-pic-2-12-12-201-300x111

উপজেলা প্রতিনিধি  দীঘিনালাঃ
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বদলে জাতীয় পার্টির প্রার্থীকে ছাড় দেয়ার খবরে আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতাকর্মীদের ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং আওয়ামীলীগ প্রার্থীর মনোয়ন বহাল রাখার দাবীতে আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ক্ষুদ্ধ নেতাকর্মীরা বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। আসন্নদশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগ সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মনোয়ন দেয়া হয়। কিন্তু কুজেন্দ্র লাল ত্রিপুরার বদলে এই আসন থেকে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য সোলেমান শেঠকে ছাড় দেয়ার খবর আওয়ামালীগের নেতাকর্মীদের মাঝে ছড়িড়ে পড়ে। এতে জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।

ক্ষুদ্ধ নেতাকর্মীরা সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে এবং কুজেন্দ্র লাল ত্রিপুরার মনোয়ন বহাল রাখার দাবীতে আজ বৃহস্পতিবার দীঘিনালায় বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা
সদরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে বাবুপাড়াস্থ দলীয় কার্যালয়ে সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্যে দেন দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ কাশেম,সহ সভাপতি মাহাবুব আলম,যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোজ্জাফ্ফর হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম।

আওয়ামীলীগের নেতাকর্মীরা জানিয়েছেন জাতীয় পাটির সাথে আসন সমঝোতায় খাগড়াছড়ি সংসদীয় আসনটি জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য সোলেমান শেঠকে ছাড় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদ
মাধ্যমে প্রকাশিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, খাগড়াছড়ি সংসদীয় আসনে বিজয় নিশ্চিত করতে হলে কুজেন্দ্র লাল ত্রিপুরার কোনো বিকল্প নেই। তাই সমঝোতা মাধ্যমে খাগড়াছড়ি আসনটি কোনো রাজনৈতিক দলকে ছাড় দেয়ার সিদ্ধান্ত দেয়া হলে দীঘিনালা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তা কখনোই
মেনে নেবে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন