দীঘিনালা প্রিমিয়ার লীগ (ডি.পি.এল) এর ফাইনাল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, দীঘিনালা:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় দীঘিনালা প্রিমিয়ার লীগ (ডি.পি.এল) ক্রিকেট এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার থানা বাজার মাঠে বিকাল ৪টায় ডি.পি.এল ফাইনাল খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। খেলায় প্রথম সাড়ি থেকে উঠে আসা দুটি দল ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব (বাঙালি পাড়া) ও রাঙ্গাপানি ছড়া অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব রাঙ্গাপানি ছড়াকে হারায়। রাঙ্গাপানি ছড়া করে মোট ৭৬ রান।

শুরু থেকে শেষ পর্যন্ত পুরো খেলা উপভোগ করেন ডি.পি.এল এ আমন্ত্রিত অতিথিবৃন্দরা। খেলা শেষে খেলোয়ার, আয়োজক, আমন্ত্রিত অতিথিদের পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
দীঘিনালা জোন অধিনায়ক লে.কর্নেল লোকমান আলী উপস্থিত থাকার কথা থাকলেও কারনবশত তিনি উপস্থিত থাকতে পারেননি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফজলুল জাহেদ পাভেল, দীঘিনালা জোনের ক্যাপ্টেন ডা. জুনায়েদ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ
হোসেন টিটো, ক্যাপ্টেন ফারাবি, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা ক্রিরা সেক্রেটারি প্রদীপ মুচ্ছদ্দী প্রমূখ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফজলুল জাহেদ পাভেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শা দাৎ হোসেন টিটো ও জোন ক্যাপ্টেন ডা. জুনায়েদ। অতিথিরা বক্তব্যে বলেন, দীঘিনালার একঝাক তরুনের অক্লান্ত পরিশ্রম আর সুন্দর উদ্যোগে আজকের এই ডি.পি.এল ফাইনাল

। খেলায় অংশগ্রহনকারী প্রত্যেক দল, আয়োজক কমিটি ও উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান বক্তারা। খেলার মাধ্যমে সাম্প্রদায়ীক সম্প্রতি বজায় থাকার কথাও বলেন বক্তারা। আগামীতে এরকম সুন্দর সুন্দর উদ্যোগে এই প্রজন্মের তরুনদের এগিয়ে আসার আহবান জানান আমন্ত্রিত অতিথিরা।

সমাপনি বক্তব্য শেষে, খেলোয়ারদের পুরস্কার বিতরনী পর্ব শুরু হয়। খেলার
প্রথম সেমিফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে মুকুল চাকমা এবং
দ্বিতীয় সেমিফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে সাকিব।
হ্যাট্রিক বোলার নির্বাচিত হয়েছে মো. সুমন, সর্বচ্চো উইকেট দাতা
নির্বাচিত হয়েছে হারুন। ফাইনাল খেলায় রানার্স আপ হয়েছে রাঙ্গাপানি ছড়া।
ফাইনালে ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে রনি এবং ম্যান অব দ্যা সিরিজ
নির্বাচিত হয়েছে হারুন। চ্যাম্পিয়ন দল ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব
(বাঙালি পাড়া)। প্রত্যেক খেলোয়ার এবং চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুর দেন
অতিথিবৃন্দরা। খেলায় রানার্স আপ দল পেয়েছে একটি ট্রফি সহ নগদ ৭হাজার
টাকার প্রাইজ মানি। চ্যাম্পিয়ন দল পেয়েছে একটি আকর্ষনীয় ট্রফিসহ নগদ
১৫হাজার টাকার প্রাইজ মানি। ফাইনালে অংশ নেয়া দু’ দলের টিম ম্যানেজার সহ
আম্পায়ারদের পুরস্কার প্রদান করা হয়। খেলার অন্যতম আকর্ষনীয় লটারি কুপনে
১০জন বিজেতাকে পুরস্কার দেয়া হয়।

পুরস্কার বিতরন শেষে খেলার আয়োজক কমিটি ‘সুপার ভয়েজ’কে ধন্যবাদ জানান
অতিথিরা। উল্লেখ্য, ২০১১ সাল থেকে ‘সুপার ভয়েজ’ নামের একঝাক তরুনের
অংশগ্রহনে দীঘিনালা প্রিমিয়ার লীগ (ডি.পি.এল) শুরু করে। আজ তার তৃতীয়
আসরের খেলা অনুষ্ঠিত হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন