দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে খাগড়াছড়িতে প্রেসব্রিফিং


নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

তথ্য মন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে কাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা শহরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক ট্রাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ উপলক্ষে আজ বুধবার বিকেলে জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা শহরের কর্মরত সাংবাদিকদের নিয়ে এক প্রেসব্রিফিং’র আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসে আয়োজিত এ প্রেসব্রিফিংএ সভাপত্বি করেন জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল আজম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।

অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ ও ইলেক্টনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ জেলা সদরে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগামীকালের আলোচনা সভা সফল করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগের বিষয়ে প্রচার প্রচারনা চালাতে সাংবাদিকদের অনুরোধ জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন