‘দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সাম্প্রদায়িক অপশক্তিগুলো লেগে আছে’

fec-image

বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সাম্প্রদায়িক অপশক্তিগুলো লেগে আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই সাম্প্রদায়িক অপশক্তি দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন ঘটনা ঘটাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে পুজা মন্ডপে হামলা চালিয়েছে। হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি ভাংচুর এ সন্ত্রাসী হত্যাকাণ্ডে মেতে উঠেছে।

শনিবার (৩০ অক্টোবর) কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরী সভায় সিরাজুল মোস্তফা এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করেছে আওয়ামী লীগ।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন কেন্দ্রীয় নেতা এড. সিরাজুল মোস্তফা।

জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজুল মোস্তফা আরও বলেন, নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে যারা অবস্থান নিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবসের কর্মসূচি নির্ধারণ করা হয়।

সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় জরুরী সভায় বক্তারা বলেন, সম্প্রতি কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে সন্ত্রাসী ঘটনায় সাবেক ছাত্রনেতা মোনাফ সিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি দুঃখজনক। জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া দরকার।

সভায় নেতৃবৃন্দ ক্ষোভের সাথে বলেন, হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানকে জড়িয়ে যে বক্তব্য প্রচার করা হয়েছে তা রাজনৈতিক অপ-কৌশল ও সুগভীর চক্রান্ত।

নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি করেন। সেই সঙ্গে বিতর্কিত বক্তব্য থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান।

সভায় চলমান সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সকল নেতাকর্মীর প্রতি অনুরোধ জানানো হয়।

জরুরী সভায় বক্তব্য রাখেন অধ্যাপিকা এথিন রাখাইন, শাহ আলম চৌধুরী, এড. বদিউল আলম সিকদার, জাফর আলম চৌধুরী, রেজাউল করিম, আশেক উল্লাহ রফিক এমপি, মাহবুবুল হক মুকুল, এড. রনজিত দাশ, মাহবুবুর রহমান চৌধুরী, নাজনীন সরওয়ার কাবেরী, এড. আব্বাস উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার বদিউল আলম, খোরশেদ আলম কুতুবী, হেলাল উদ্দিন কবির, এড. তাপস রক্ষিত, কাজী মোস্তাক আহমদ শামীম, ড. নুরুল আবছার, এম.এ. মনজুর, এড. মমতাজ আহমদ, আদিল উদ্দিন চৌধুরী, এফ.এম. গিয়াস উদ্দিন, সোনা আলী, মিজানুর রহমান, উম্মে কুলসুম মিনু, এ.টি.এম. জিয়া উদ্দিন চৌধুরী, এড. আব্দু রউফ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন